হযরত মুহম্মদ (সা.) : মি’রাজ / আবদুল মান্নান সৈয়দ

বাইতুল মাকদাসের অনুষ্ঠানাবলি সমাপ্ত হলে আমার সামনে ঊর্দ্ধাকাশে আরোহণের
সিঁড়ি হাজির করা হলো। এমন সুন্দর কোনো জিনিস আমি আর কখনো
দেখিনি। মৃত্যুর সময় হলে মানুষ এই সিঁড়িই দেখতে পায় এবং এর দিকে
চোখ মেলে তাকিয়ে থাকে। আমার সঙ্গী [জিব্রাইল] আমাকে ঐ সিঁড়িতে
আরোহণ করালেন এবং আমাকে সাথে নিয়ে আকাশের একটি দরজায় গিয়ে থামলেন।
-রাসুলুল্লাহ (সা.) -এর উক্তি : সীরাতে ইবনে হিশাম

সময়ের চেয়ে দ্রুত ডানাঅলা বোররাক ছুটেছে।
জিব্রাইল আর তিনি উড়ে চলেছেন ঝড়গতি।
ঘোড়ার পায়ের নিচে চূর্ণ হচ্ছে নক্ষত্রের মোতি।
উল্কা-চাঁদ-তারকার ঘূর্ণিঝড় সবেগে উঠেছে।…

প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ অব্দি চলে
পৃথিবীর শ্রেষ্ঠ সব নবীদের পাশে থেকে দেখা
জান্নাত ও দোজখের দৃশ্যাবলি। তারপর একা
আল্লার সান্নিধ্যলাভ হলো তাঁরই করুণার বলে।

-তাহলে ঘুমের মধ্যে পৃথিবীর সত্য ধরা পড়ে?-
দিনের সত্যের চেয়ে সত্যতর যে- নৈশভ্রমণ
খুলে দ্যায় পৃথিবীর মহত্তম মানুষের কাছে-
এই পৃথিবীর চেয়ে বেশি সত্য পৃথিবীও আছে-
সপ্তম আকাশ পার হয়ে তিনি গেলেন যখন
আকাশের দরজা খুলে, একা, কারো হাত না-ধরে।।