পান খাও হে পন্ডিত কথা কও রসভরা ঠারে
না জানো ভেষজবিদ্যা সার কর শাস্ত্রের বচন;
পানের মহিমা বলি শোনো স্বামী, খনার বিচারে
শাওন পানের মাস। এই লতা রাবণের ধন।
এই পান মুখে দিয়ে চার্বাকের বেদের বিরোধী
গুয়ার সোয়াদ চেখে পঞ্চমুখে ভজে ইহকাল;
তির্যক যুক্তিতে কাটে চতুর্বেদ, ব্রাহ্মণের বোধি;
বলে এ জগৎ সত্য অন্য সবি শূন্যের মাকাল।
খান তো অনার্য কন্যা প্রকৃতির ঠোঁটকাটা কবি
জমিনের গন্ধ শুঁকে ফলনের ভবিষ্য বাখানে;
পানের মর্তবা বলি, পানপাতা হৃদয়ের ছবি
দানবের শস্য পান। খনা জানে, পানের কি মানে!
পান খান পন্ডিতেরা কথা কন রসভরা ঠারে
না জেনে পানের মর্ম পান সেবে সব অবতারে।
৩.৫.৯৭
মন্তব্য করুন