:কে তুমি?
স্বঘোষিত রাষ্ট্রদ্রোহী; হাসছো!?
মুখে লাগাম দাও, না হলে ঐ মুখ
নিজেকে দেখে চমকে উঠতে বাধ্য হবে।
তোমার করুণ পরিণতির কথা চিন্তা করো,
কাঁদো, ক্ষমা চাও, পরাজিত সৈনিকের মতো
দু’হাত উপরে তুলে দাঁড়িয়ে যাও
সাধারণের কাতারে…
কি যেনো বলছিলে বেয়াদব?
তুমি এই মরা খালে জোয়ার আনতে চাও!?
চেয়ে দেখো, শুকনো মাটি আর মৃত্যু ছাড়া
আর কিছুই অবশিষ্ট নেই এখানে।
তুমি তো এমন এক অলিক স্বপ্নে বিভোর হয়ে আছো
যে স্বপ্ন শুধু তোমারই রাতের ঘুম হারাম করেছে,
তুমি তো এমন এক মরীচিকার মায়ায় ভুলেছো
সে শুধু তোমাকে মরূভূমির তপ্ত বালিয়াড়ি ছাড়া
আর কিছুই দিতে পারবে না।
অনুতপ্ত হও, নতজানু হও নালায়েক…
:জনাব, শান্ত হোন; আমি তো এমন কোনো শক্তি নই যে
আপনি বিচলিত হয়ে পড়বেন!
তবে, আমার জানামতে; অত্যাচারি শাসকের কোনো ভিত থাকে না…