নিজেকে জাগাও / সাইফ আলি

যা কিছু তোমার নয় তার পিছে ছুটে
কি পেয়েছো মন বলো, বৃথাই পাগল
ছুটেছো নেশার ঘোরে; শুধু লুটেপুটে
খেয়েছে জীবনতরু কালের ছাগল।

যা কিছু তোমার নয় দৃষ্টি রেখে তার
ইলিশ পেটের ’পরে নিচ থেকে নিচে
নিজেকে ছুড়েছো তুমি, অপ্রাপ্তি আঁধার
তোমাকে করেছে গ্রাস, লাভের পিরিচে

আলোর আহার নেই, হতাশার মেঘে
ছেয়ে গেছে আকাশের উদার জমিন;
এবার থামতে পারো, নিজগুণে জেগে
প্রমাণ করতে পারো- তুমিও স্বাধীন।
যা কিছু তোমার তাতে তালাশ লাগাও;
নিজেকে জাগাও মন, নিজেকে জাগাও।

এখানে আপনার মন্তব্য রেখে যান