ভাষা ও প্রকৃতি / সায়ীদ আবুবকর

নদীর কাছে যাই, বলে না নদী কথা
বিপুল ঢেউরাশি দেখায় শুধু নাচ
বনের কাছে যাই, বলে না বন কথা
দেখায় বুক-পিঠ রূপসী যত গাছ

ফুলের কাছে যাই, বলে না ফুল কথা
সুরভি তার শুধু আছড়ে পড়ে নাকে
চাঁদের কাছে যাই, বলে না চাঁদ কথা
জোছনারাশি তার জগত ঘিরে রাখে

কী কথা বলে লোকে, কী কথা লেখে কবি
কী কথা বিজ্ঞানী গ্রন্থে লিখে যায়-
প্রকৃতির কাছে মূল্যহীন সবই,
ভাষারা মৃত সব রূপের আড্ডায়!

২৭.৬.২০১৫ সিরাজগঞ্জ