আয় ঘুম আয়রে
চোখ পেতে বসে যা,
লাল নীল স্বপ্নের
অংকটা কষে যা।
স্বপ্নের ধারাপাতে
তোর কোনো জুড়ি নাই,
চাঁদ আছে কিন্তু সে
সুতাকাটা বুড়ি নাই।
আয় ঘুম সাথে নিয়ে
চাঁদ মামা, বুড়িকে;
প্রজাপতি আর কিছু
ছোটো ফুলকুঁড়িকে।
আয় ঘুম আয়রে
চোখ পেতে বসে যা,
লাল নীল পরী হয়ে
চাদ-তারা খসে যা।
ঘুম ঘুম ঝুম ঝুম
ঘুম রুম ঝুম,
খোকার (/খুকির) কপাল জুড়ে
দিয়ে গেলো চুম।
মন্তব্য করুন