ডুবে যাই
অতলান্ত নীলের সমুদ্রে!
হাঙরের তেলতেলে পেট আর
শৈবাল জলের মায়া ঘিরে রাখে
গিলে ফেলে প্রকান্ড ইচ্ছের তিমি
সাঁতরাই
ডলফিন সুখগুলো ঝাকে ঝাকে
ভাসে আর ডোবে, আর
বর্ণচোরা অক্টোপাস আষ্টেপিষ্টে ধরে,
ছুটাতে পারি না; কিছুতেই ছুটাতে পারিনা…
বন্ধ করো,
বন্ধ করো সমুদ্রের দরজা তোমার…
আমিতো আকাশ দেখি
রাতের আকাশ
তারকার মেলা বসে
মেঘগুলো ছুটোছুটি করে
চাঁদের রুপোলী আলো,
উল্কা, ছায়াপথ, নীহারিকা
আরো কতো কি..!
কিন্তু তোমার ঐ জানালাতে
চোখ মেলে দেখেছি আকাশ
কেমন অবশ করা অন্ধকার
আমাকে নিরস্ত্র করে
ঘিরে ধরে,
বলতে পারি না, কিচ্ছু;
চোখ মেলে থাকি
অসহায়
মাছেদের মতো
মনে হয় কোনোদিন
পর্দা ছিলোনা চোখের,
কক্ষনো পলক পড়েনি…
বন্ধ করো,
বন্ধ করো আকাশের জানালা তোমার…