নারীর কামিনী দেহ যামিনীর তৃতীয় প্রহরে
আতর-চন্দনে লেপে যে পুরুষ একবার ছোঁয়,
নিখিলের নগ্নতাকে জেনো সে-ই আলিঙ্গনে ধরে
সৃজনের পঞ্চভূত তার সাথে একখাটে শোয়;
নিসর্গের নীতি মেনে এসো পতি, মেঘবৃষ্টি গণি
জগতের উপকার জ্যোতিষের শাস্ত্রে লেখা নাই;
ঋতুর বৈচিত্রে কাঁপে লীলাবতী খনার ধমনী
মাটির মাহাত্ম্য গেয়ে এসো দোঁহে লাঙলে দাঁড়াই।
কিষাণের সোনা জেনো কার্তিকের কর্ষনের কাদা
কোদালে-কুড়ুলে মেঘে যদি ঢাকে আকাশের রং
রবি খন্দ ভরভর্তি, কি করবে রাজার পেয়াদা?
এ জেনো কবির প্রজ্ঞা, নয় কোনো শাস্ত্রের ভড়ং।
কার্তিকে কুয়শা হলে জানো না কি আমার মুকুল
ঝরে মরে পড়ে যায়! দুনো ফলে তাল ও তেঁতুল।
এখানে আপনার মন্তব্য রেখে যান