পাথরকুচি / সাইফ আলি

অনুভুতির বৃক্ষ তোমার শিকড় ছিড়ে যাচ্ছে ক্রমে
মৃত পাতার শরীর ছুয়ে বৃষ্টি নামে
বৃষ্টি নামে কিন্তু তাতে শিকড় ছেড়ার কি লাভ হবে?

মেঘের নামে হলুদ খামে ডাক পাঠালাম –
এবার যখন শ্রাবণ ঢলে ভাসবে ঝরা পাতার শরীর
ভাসিয়ে নিও মূলছেড়া সব মিথ্যে মায়ার ফুলগুলোকে।

পাথরকুচি ভালোবাসার আবাদ হবে নতুন ধারায়
ছিন্নপাতার চতুর্দিকে ভরবে নতুন প্রেমের চারায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান