দেয়াল তোমার অন্তরালের গল্পগুলো লুকিয়ে রেখো
লুকিয়ে রেখো দুইটি চোখের মুক্তো দানার মর্মকথা
দেয়াল তোমার খেয়াল খুশি জাহির করার নেই প্রয়োজন
বন্ধুভেবে তোমার কাছে গচ্ছিত সব কান্নাগুলো লুকিয়ে রেখো।
আকাশ তোমার নীলের ভীড়ে লুকিয়ে থাকা কষ্টগুলো
এবং অনেক মুগ্ধ চোখের একান্ত গান তারার আলাপ
লুকিয়ে রেখো যেমন করে সমুদ্র তার লবন জলে
লুকিয়ে রাখে হাঙর ব্যথা কিংবা তিমি কষ্টগুলো।
ও রাত তুমি লুকিয়ে রেখো শীতল মনের বিষন্নতা
পাথর গলে ঝরনা নামার গল্পগুলো লুকিয়ে রেখো
পিতার কঠিন মুঠোয় ধরা জীবন বোধের লজ্জাগুলো
এবং মায়ের ভালোবাসার ভীষণ রকম দুর্বলতা
লুকিয়ে রেখো, লুকিয়ে রেখো, লুকিয়ে রেখো অশ্রুগুলো
কষ্টগুলো, দুঃখগুলো লুকিয়ে রেখো কালের ধুলো।
এখানে আপনার মন্তব্য রেখে যান