শহরের চৌকাঠ পেরিয়ে
যেখানে সবুজ বন
ঘাসের মাদুর
ঝরে যাওয়া পাতা আর
পলিমাটির নিগুড় রসায়নে
মৌ মৌ জীবনের ঘ্রাণ
নদীর শব্দ, উন্মুক্ত আকাশ
সোনালী চিলের ছায়া
ফড়িঙের ঝাক; সেখানে
আমাদের ফিরে আসা
বারবার
ছুঁতে চাওয়া শৈশব
কৈশর স্মৃতি, ফেরারী সময়
পিছলে যাওয়া সবুজ অতীত
আমাকে পাগল করে
করে তোলে শিশুর মতোন।
শহরের চৌকাঠ পেরিয়ে
যেখানে বকের ভীড়
শাপলার শফেদ শরীর
কাচা ধান, জল, আর
শমুকের অবাধ বিচরণ
সেখানে ছোট্ট এক
কলার ভেলায়
আরো কিছু স্মৃতির কবিতা
রচনা করতে চাই
আরো কিছু গল্পের ভীড়ে
নিজেকে হারাতে চাই;
যাবে?
যান্ত্রিক শহরের তাওয়ায়
আর কতো নিজেকে পোড়াবে?
এখানে আপনার মন্তব্য রেখে যান