স্মৃতির আলো দৌড়ে এসে কড়া নাড়ে দুয়ারে
জেগে উঠে দু ভাগ হই অতীতে আর বর্তমানে
জীবনের এই দু ধারে।
স্মৃতি তুমি বড্ড বেশী জ্বালাও পোড়াও মন
স্মৃতি তুমি অন্তরে নীল সুখের প্রস্রবণ।
পালতোলা এক নাওয়ে চেপে পদ্মা নদীর ঢেউয়ে
সে আর আমি আবেগ হাওয়ায় মুহূর্তে হই আপন।
স্মৃতি আমার যন্দ্রণাময় নিঃসঙ্গতার মলম
স্মৃতি আমার প্রাণ প্রবাহ, প্রেরণার এই কলম।
সে আর আমি হেঁটে চলি ঢেউ ছোঁয়া সেই পাড়ে
পায়ের চিহ্ন যায় না মুছে, যায় না ক্ষয়ে চুম্বন।
১৬.০৩.২০০০
মন্তব্য করুন