ইডেনকাব্য / সায়ীদ আবুবকর

নদীর জল নাচে নদীর বুক জুড়ে
জলের ’পরে নাচে রূপসী জোছনারা
বনের যত ফুল স্বপ্নে যায় উড়ে
যেখানে ঘুরে ঘুরে নাচিছে জলধারা

জলের নিচে নাচে মাছেরা দল বেঁধে
কিসের উৎসব কে জানে রাতে আজ!
মৎস্যকন্যারা আঁচলে জল বেঁধে
দোলায় কটিদেশ তাদের সাথে আজ।

বহিছে মৃদুবায়ু, গাহিছে বনে পিক
অবাক চোখে শুধু চাহিয়া আছে চাঁদ
নদীর বুকে করে জলেরা ঝিকমিক
ঈভের মনে জাগে গন্দমের সাধ

জ্বলিয়া ওঠে তাঁর উথল দুটি চোখ,
মিলনসংগীতে হৃদয় উদ্গ্রীব;
কে রোধে ক্ষেপে ওঠা জলের এই রোখ?
সত্য আজ শুধু আদম আর ঈভ।

১০.৭. ২০১৫ সিরাজগঞ্জ