বাড়ন্ত কষ্টের ছায়াটাকে মুছে ফেলো; নেভাও প্রদীপ-
কে তুমি প্রদীপ জ্বেলে দেখে নিলে সবটুকু ব্যথা?
পানপাত্রে অধরের নিংড়ানো বীষ
নীল,
সমুদ্র অথৈই;
আকাশের চিরচেনা নীল নয়
লাশের মিছিল
আর শূন্য বাড়িটার পড়ে থাকা দরজার খিল।
সবকিছু বুঝে নিলে, নাও;
তবু প্রদীপ নেভাও।
মাঝে মাঝে অন্ধকার বন্ধু হয় ভালো
শুষে নেয় দুঃখ
আর কষ্টের সমস্ত দাগ;
অন্ধকারে ভয় তবু!?
কেনো?
বাড়ন্ত কষ্টের ছায়াটাকে আর বেশি বাড়তে দিও না,
নেভাও প্রদীপ।
ধারালো বটিতে রেখে ছিড়ে ফেলা
ইলিশের কানকোর শোক আর
বেওয়ারিশ লাশের গন্ধ
মিলেমিশে একাকার রাতের বাতাস
অন্ধকারে মোছা যায়,
মোছা যায় কান্নার সমস্ত দাগ।
আজ প্রদীপ জ্বেলোনা, শোনো মায়া;
অন্ধকার মুছে দিক বাড়ন্ত কষ্টের ছায়া।