এখানে পাহাড় গলে
নেমেছে ঝরণাধারা,
সুদূরের সুরের টানে জোছনার আহ্বানে
হয়েছে পাগলপারা হয়েছে আত্মহারা;
এখানে পাহাড় গলে..
বেদনার সুক্ষ্মতারে কে বাজায় কান্নাগুলো
কে খোঁজে শূন্যরাতে বীষে নীল তারার ধুলো
কে খেলে আগুন নিয়ে এ মরূজীবন জুড়ে
মনে কার আগুন জ্বলে। মনে কার আগুন জ্বলে…
বিরহে পূবের হাওয়া ভুলে যায় সে গান গাওয়া
যে গানে মাতাল হয়ে থামিয়ে ডিঙি বাওয়া
ভুলে যায় সুজন মাঝি
ভুলে যায় নাওয়া খাওয়া।
ওরে তুই বাজাসনে আর সে পোড়া কষ্টগুলো
দেখে যা দক্ষিণে কে নেড়েছে সুখের কুলো
সুখের ঐ পাকা ধানে ছুয়েছে সোনার হাসি
শ্যামলী মায়ের কোলে। শ্যামলী মায়ের কোলে…