সন্ধ্যা / সায়ীদ আবুবকর

অন্ধকার আর শান্তি ঝরে পড়ে এ ভরা সন্ধ্যায়
যেভাবে ঝরে পড়ে গোলাপফুল হতে নরম পাপড়িরা;
জমিন দেয় ভরে সুবাসে কামিনী ও রজনীগন্ধায়
জলধি দেয় ভরে যেভাবে তটিনীর শিরা ও উপশিরা।

পাখিরা ফিরে গেছে দিনের রোদ নিয়ে ক্লান্ত পাখনায়,
গিয়েছে থেমে সব শব্দসংগীত, সুরের ঝংকার;
জেগেছে নিরবতা, ফেলেছে ঢেকে তার জাদুর ঢাকনায়
বিশ্বচরাচর; অন্ধকার যেন বোবা অলংকার।

শান্তি ঝরে পড়ে শরীরে-আত্মায়, তুমুল বৃষ্টিতে
যেভাবে ভিজে যায় প্রতিটা রোমকূপ এবং অন্তর;
আহা-কি শীতলতা নেমেছে নিখিলের তাবৎ সৃষ্টিতে!
ভিজছে শান্তিতে আকাশে চাঁদ-তারা, মর্ত্যে বাড়িঘর।

২৭.৯.২০১৫ সিরাজগঞ্জ