১
সেই তো আমি দাঁড়িয়েছিলাম প্রভু
ঘুমের বেশে শয্যা আমার চরম আলুথালু
তোমার পদপাতে আবার চাই যে সংসার,
ঈশ্বর হে শর্ত কোরে বোলতে হবে আরো?
রক্তস্রোতে সম্মোহনী ভয়ের দারূন জরা
পুষ্পায়িত হতাম আমি, হতেও পারি তবু,
পুষ্পশাখে ঈশ্বর হে তোমার সাথে যদি
নাই-ই ফোটাই সমর্পিত পুষ্পরেনুটিরে?
হো হো করে হাসতে গিয়ে দুঃখ কাঁপে যার
রে অনন্ত পুষ্পগুচ্ছ রাখবো কোথায় বল?
সংকুচিত হাওয়ার ত্রাসে মরণ আহা মরণ,
তোর বুকে কী শীতল কথার সম্মিলিত দাগ?
২
বহুবার বহু পুরস্কার, হে আমার সুবোধ নিয়তি
তোমার সুমেধ যজ্ঞ নিয়ে এল প্রেমের আগুন।
তবে কি এবার তুমি বুকে বুকে নিবিড়ে জড়াবে?
৩
যন্ত্রণার উর্ধ্বশ্বাসে ক্লান্ত হাওয়া, সমুদ্রের ঢেউ উন্মনা
তোমার পুষ্পল প্রেমে, হে নিয়তি ঈশ্বরের ঘ্রাণ কি রাখোনা?
এখানে আপনার মন্তব্য রেখে যান