ভুলে গেছি, কাকে যেনো ভুলে গেছি
উদাস সুরে আর ডেকোনা ঘুঘু পাখী!
দুপুর গড়ায়, মনের পারে যাকে যাচি
তার অভাবে তোমার ডাকও চরম ফাঁকি!
জেনে গেছি সবই যেনো জেনে গেছি
কেউ এখানে বুঝবেনা সেই ধুমল স্বর!
ঝরা পাতার কান্না নিয়ে মধুর মাছি
পুড়ে গেছে, হায়রে জাগে ক্ষোভের ঝড়!
আঁচড় দিয়ে ঘুঘু পাখী রক্ত খুড়ি
প্রশ্বাসে কি প্রেমের মতন ব্যথা আসে?
হৃদয় জলায় শুষ্ক পাথর, কঠিন নুড়ি
সেখানে আর ঘুমেলা মাছ কখন আসে?
দূরত্বরে তোমায় কি আর বাঁধতে পারি,
রজ্জু আমার ছিড়ে গেছে, কাল বেলা
দীর্ঘ সময়, হায়রে বয়স, এখন তোরই
ক্লান্তি চুষে, যাচাই করি প্রেমের খেলা!
নেবু গাছের পাতায় তুমি চড়ুই পাখী
বাসা বাঁধার স্বপ্ন আঁকো দু’চোখ পুরে?
প্রেমের বাঁধন চিরন্তনই, জানো নাকি?
যদি হৃদয় না ভাঙ্গে বাঁধ গিয়ে দূরে।