কথা ছিলো
পথ শেষ হলে আমাদের কবিতার বহরে
ফিরিয়ে আনবো প্রত্যাখ্যাত প্রেম
কথা ছিলো আমাদের গ্রামে-গঞ্জে-শহরে
ফিরিয়ে নিয়ে আসবো প্রজাপতি পাখনার কারু
ফড়িঙের ভিড়
অরণ্য নিবিড়
আর কাশফুল-শাদা মন নিয়ে
নদীতীরে বেরোবো ঘুরতে
কথা ছিলো বৈরি এ বাতাসে উড়তে উড়তে
গন্তব্যে পৌছুতেই আমরা
ফিরিয়ে আনবো গানের বহর;
গ্রাম-গঞ্জ আর পুরোনো শহর
আবসযোগ্য করে তুলবো ফের
আমাদের
সেই সব কথাগুলো মুছে যাবে
ভাবিনি কখনো, সহজে এভাবে
ভুলে যাবো; পথের তো শেষ নেই
ভেবেই
যদি এমনটা হয়
তাহলে নিশ্চয়
ঘরবাঁধা সবচেয়ে বড় ভুল ছিলো,
আর ছিলো সেই ঘরে প্রিয়তমা রেখে
এভাবে বেরিয়ে পড়া, সংগ্রামের শাশ্বত পথে।
ভুল ছিলো!
না, কক্ষনো নয়…
পরাজয়
মেনে নিতে আমরা তো শিখিনি কখনো
আমরাতো এখানে এখনো
স্বপ্নের জাল বুনেই রাতের আঁধার
আপনার
করে নিই
তিয়াসা মিটাই দেখে চন্দ্রঘন জোছনার রাত;
আমাদের হাত
এখনো সবল দ্যাখো এখনো আবাদ করা আসে
এখনো বাতাসে, নক্ষত্রে আকাশে
ঘুরেফিরে হাসে
আমাদের সেইসব প্রাণের কথারা
আমাদের সেইসব স্বগত কবিতা…