রাতের তারাগুলো / সায়ীদ আবুবকর

রাতের তারাগুলো আলোর সুর তোলে
কালের ট্রাম্পেটে
কাঁচের জানালায় সে-সুর শুনে একা
রাত্রি যায় কেটে

কী বলে তারাগুলো নিরব সংগীতে,
বুঝিনে ভাষা তার-
হৃদয়সৈকতে আছড়ে পড়ে এক
উথাল হাহাকার

৩০.৯.২০১৫ সিরাজগঞ্জ