এখন নিবেছে আলো মিসরে ও দূর বেবিলনে!
নগ্ন নীল এ নদীর অতল নির্জনে
পাখি তার ক্লান্ত মুখ ধুয়েছে এখন।
মাঝির হৃদয় জুড়ে এখন নতুন পারাপার-
যে নৌকা ফেরেনি ঘাটে
অপেক্ষায় তার।
এখন কর্ডোভা আর গ্রানাডায় অন্ধকার নামে!
হৃতদীপ্তি অথৈ বিশ্রামে
মুক্তি তার।
ইতিহাস-নগরীর নেয়ে
একটি নতুন শিখা বুকে জ্বেলে
অপেক্ষায় আছে পথ চেয়ে-
কখন নতুন পালে হাওয়া লাগে
ঢেউ জাগে-
আবার কখন
এ নদী সমুদ্র হবে;
ঢেউ তার দু’পাখায় মেখে,
আরেক সমুদ্রপাখি
হয়ত বা আসবে গিয়ে রেখে
নতুন ভোরের আলো
কর্ডোভা গ্রানাডা আর মিসরে ও দূর বেবিলনে।
এখন জাগুক ঢেউ এ নদীর অতল নির্জনে।
এখানে আপনার মন্তব্য রেখে যান