এমন করে তুই তাকাসনে মেঘ
ভেসে যাবো শ্রাবনের এ ঢলে;
ডানা মেলে ওড়া এক হৃদয় আমার
একাকার হয়ে যাবে,
ভিজে যাবে ডুবে যাবে অতল তলে।
কচুপাতা জল বুকে দাঁড়িয়ে
এক ঘন আকাশের কান্না
চোখে নিয়ে সবকিছু ছাড়িয়ে
এতদিন যাকে আমি খুজেছি;
তাকে আর না।
সে তো দৃষ্টির ফাঁকি শুধু মায়াবী অসুখ,
সুখ তাকে অযথাই লোকেরা বলে।।
একাকার হয়ে যাবে হৃদয় আমার
ভিজে যাবে ডুবে যাবে অতল তলে…
জীবনের কতশত গল্প থাকে
নানা রঙে নানা ঢঙে কল্পনাকে
দেয় নানা রূপ,
ক্ষণিকের সে মায়া অপরূপ
তবে বাস্তব নয়, সব বাস্তব নয়…
এটাইতো জীবনের তত্ত্ব জটিল
এটাইতো জীবনের মূল পরিচয়।।
তাকাসনে মেঘ তুই এভাবে
শুরু হলে শ্রাবণের কান্না
হিসেবের জটিল এ অঙ্কে
গড়মিল হয়ে যাবে হয়তো,
না না আর না।
সে তো দৃষ্টির ফাঁকি শুধু মায়াবী অসুখ,
সুখ তাকে অযথাই লোকেরা বলে।।
একাকার হয়ে যাবে হৃদয় আমার
ভিজে যাবে ডুবে যাবে অতল তলে…