সাগর গান জোড়ে ছলাৎ ছল ছল, জলেরা জোড়ে নাচ।
হৃদয় নাচে দেখে, যেন বা নীল জলে হৃদয় তিমি মাছ।।
ঢেউযের ’পরে এসে আছড়ে পড়ে ঢেউ, হৃদয়ে লাগে ঘাই।
যেদিকে চোখ যায়, সাগর ছাড়া কিছু জগতে যেন নাই।।
সাগর নিঃসীম, অথৈ, অনন্ত, আদি ও অস্থির।
দুচোখে নাই ঘুম, ক্লান্তি নাই দেহে, খুশিতে নাচে নীর।।
যে জানে নাচতে ও বাঁচতে নিশিদিন, সাগর শুধু তার।
মৃত্যু ছোঁয় যাকে, মারে সে ছুঁড়ে তাকে বাইরে অনিবার।।
সাগর জীবন্ত, অশেষ যৌবনা, মত্ত রূপবতী।
যে দ্যাখে তার রূপ, দাঁড়ায় থমকে সে, হারিয়ে ফ্যালে গতি।।
শরীর থেমে যায়, হৃদয় ওঠে নেচে যেন বা নীল জল।
সত্তা জুড়ে বাজে মধুর এক ধ্বনি ছলাৎ ছল ছল।।
২.১০.২০১৫ সিরাজগঞ্জ