ভুলে যেতে দাও দাও প্রভু আমাকে
এই রাত নিজঝুম এই ঘন আধারে
বিষে ভরা নীল দুঃখটাকে
ভুলে যেতে দাও দাও প্রভু আমাকে।
নিশির এ শিশিরে ভেজা ভেজা ঘাস
পেজামেঘ এ আবেগ, শূন্য আকাশ
আর পাহাড়ী নদীর যত ছন্দ গানে
শুনেছি তোমার নাম, তোমার শানে
গাওয়া তসবিমালা; ও মহা মহিয়ান..
ভুলে যেতে দাও সব ব্যথা হতাশা
প্রিয় করে নাও আজ প্রভু আমাকে।।
জানে ফুল পাখিরা জানে ঝরনাধারা
কার গান গেয়ে মন পাগলপারা
জানে চন্দ্র তারা জানে সাত আসমান
এই রাত্রি আকুল গেয়ে কার গুনগান
তুমি সুমহান মহা মহিয়ান,
দয়ার সাগর তুমি রহমান…
দুহাতে কামানো কষ্ট-অসুখ
দুদিনের সুদিনের মরিচিকা সুখ
আর মিছে মায়াতে ভুলে তোমার কথা
জমেছে কতই পাপ-পঙ্কিলতা;
আজ ঘিরে আমাকে করে অট্টহাসি…
ভুলে যেতে দাও সেই অপ্রিয় স্মৃতি
প্রিয় করে নাও আজ প্রভু আমাকে।।