আমি শুনেছি নিরবে বসে / সাইফ আলি

আমি শুনেছি নিরবে বসে সমুদ্র কথকতা
দেখেছি দুচোখ পেতে ঢেউজল নীলান্তে
সোনালী চিলের উড়াউড়ি,
আমি নাটাই বিহীন এক সুতো কাটা বেওয়ারিশ ঘুড়ি।।

সরলের স্বরলিপি আমাতে আসেনি আজো
বুঝিনি এ জীবনের ধারাপাত,
শুনেছি একাকি বসে বাদলের টিপটিপ ছন্দ
বাতাসের চলাফেরা খুনসুটি বোঝাপড়া দন্দ্ব
আর বুঝতে চেয়েছি খুব পোষ না মানা মন পাখিকে
যার অযথায় শুধু উড়াউড়ি…

পাখী ঘর খোঁজে যদি সন্ধ্যা ঘনিয়ে আসে
পাখি ডাল থেকে ডালে ঘুরতেই ভালোবাসে।।

জানি আমি ছায়াহীন এমন পুরুষ নই
পৃথিবীতে যার পিছুটান নেই,
ঘর আছে পর আছে, আছে এক জীবনের গল্প
তবুও এমন এক মন আছে যার জ্ঞান অল্প
সেতো যখন যে প্রেমে পড়ে সে প্রেমেই হয়ে যায় অন্ধ
আর অযথায় করে উড়াউড়ি…

এখানে আপনার মন্তব্য রেখে যান