যখনি আমরা মুক্তির কোনো উপায় খুঁজেছি
দেয়ালের ভীড়ে একটা সুনীল আকাশ খুজেছি
বুঝেছি নিখোঁজ প্রশান্ত সেই মুক্ত আকাশ
ডানা মেলে আছে সোনালী শকুন যান্ত্রিক দাস।
মৃয়মান সব দৃষ্টি সীমায় বৃষ্টি আসেনি বরষায়
তবুও দু’হাত অনাগত কোনো শক্তির মোহে, ভরসায়
প্রসারিত করে প্রহর গুনেছি, দৃষ্টি মেলেছি চাতকের;
তুমি সরাও তোমার দেয়াল আমার দৃষ্টি মিলুক আকাশের
ঐ নীলের রাজ্যে; ফিরুক পুরোনো অভিলাশ
আমি খুঁজছি নিখোঁজ প্রশান্ত সেই মুক্ত আমার নীলাকাশ।
হায় ডানা মেলে আছে সোনালী শকুন যান্ত্রিক এক মায়াদাস…
একটা নদীর গন্ধে আকুল ছোট্ট গাঁয়ের ইতিহাস
আজ করছে কেমন হাসফাস,
আহা! হলুদ সকল মৃতঘাস; নেই উল্লাস, নেই উচ্ছাস।
কাঙ্ক্ষিত সব স্বপ্ন আমার বন্দী মায়াবী রোশনায়
আহা! নিয়ন বাতির জোছনায়.. মেকি জোছনায়…
প্রিয় আবাবিল পাথর টুকরো নিক্ষেপ করে ভেঙে দাও
ভেঙে দাও এই দেয়ালের যত শৃঙ্খল আজ ভেঙে দাও
ফেরারী সুখের পায়রা এখানে মেলুক শফেদ পাখনা
আজ যান্ত্রিক এই পরাধীনতার অবসান হয়ে যাকনা
আর নীলের রাজ্যে; ফিরুক পুরোনো অভিলাশ
আমি খুঁজছি নিখোঁজ প্রশান্ত সেই মুক্ত আমার নীলাকাশ।
হায় ডানা মেলে আছে সোনালী শকুন যান্ত্রিক এক মায়াদাস…