আক্রান্ত বিবর্ণ পাতাটাকে দেখো
ক্লোরোফিল শুন্য চোখ তার গলে যাবে সহসায়
ব্যথাতুর পাতলা ত্বকের ক্ষিণ কূপে
জীবনের রস নেই, আছে শুধু হাহাকার;
হলুদ বিলাপ।
ঝরো, ঝরে পড়ো মাটির মায়ায়
একমাত্র মাটিই বিশ্বাস ঘাতকতা করে না কখনো
গিলে ফেলে,
তারপর বৃক্ষের শেকড়ে পৌছে দেয়
বিশুদ্ধ শর্করা!!
আহা মাটি! আমার এ পাপের শরীর
সবাই ফিরিয়ে দেয় দিক,
তুমি যেনো ফিরিয়ে দিওনা।