যা হোক তা হোক
কিছুই না হোক
হোক না কিছু ছাফ কথা;
বলবে লোকে, ‘রাফ কথা’
তাই বলুক;
তবুও কিছু ছাফ কথা ভাই চলুক।
আম গাছে কি ধরবে কাঠাল
তেতুল গাছে জাম,
সুদ কষে কি ছাওয়াল তুমার
কাল হবে ইমাম!?
চায়ের কাপে ভিজলে ব্যলোট
দেশ হবে না উলোট-পালোট!?
চোখ বুজে কেউ ভোর দেখেছে,
ভর দুপুরে চাঁদ;
লাঙল-জোয়াল-বলদ ছাড়াই
চলবে কি আবাদ!?
কিস্তি এবং খিস্তিতে
দারিদ্রতার শাপ মোচন,
হাজার টাকায় ধর্ষকের
গ্যারন্টিতে পাপ মোচন!?
তাইলে তো ঠিক দেশের চাকা
চরমভাবে ঘুরতাছে,
হাজার কোটি টাকার হিসেব
হাওয়ায় হাওয়ায় উড়তাছে!
শেয়ার বাজার ফেয়ারভাবেই
লুট হয়েছে, ভুল কোথায়?
পাতায় পাতায় হাতড়ে খোঁজো
মূল কোথায়!?
খুঁজতে থাকো মিল জায়েগা
মিল জায়েগা খাপপে খাপ,
ছাওয়াল ভি এক মওকা ঢুনে
হো জায়েগা বাপকো বাপ!!
সেদিন তুমার টনক নড়ে লাভটা কি,
ছাফ কথা আজ বলেই ফেলো- খা’বটা কি?