এই গরমে
লাজ শরমে
কাম কি?
কম দামে ফ্যান
কিনলে শুকোই ঘাম কি?
লাখ টাকাতে ফ্যান কিনবো
প্রশ্ন করো ক্যান কিনবো!?
বলদ নাকি?
লাখ টাকাতে মিলবে বাতাস ঠান্ডা
ঠান্ডা হয়ে ভাজবো ঘোড়ার আন্ডা
গলদ নাকি?
আটশো কোটি
ও লটপটি
আস্ত গরুর রান না,
এতটুকুতেই ঘাম ছুটে যায়!
দেখাও ব্যাঙের কান্না!!
তোমরা বাপু কিপ্টে বড়
কলজেটারে উদার করো
এই গরমে বাঁচন যায়;
লক্ষ টাকার ফ্যান না হলে
ঠান্ডা মাথায় নাচন যায়!?