রমজানে চাদাবাজি করবে না পুলিশে
আহা কিযে মধুময় শোনা গেলো বুলি সে
এই বুঝি কথা ছিলো এটাই দায়িত্ব
জনতার সাথে এই মশকরা নিত্য;
অথচ তেনারা নাকি জনতারই ভৃত্য!
পঞ্চাশ টাকা কেজি মোটা চাল বাজারে
দুটো গরু রেখে আয় চাটাদের মাজারে
করুণার জল যদি তবু কিছু মিলতো!
মিলবে না জেনে বুঝে বলি- খুশ দিল তো;
কান নিয়ে চলে গেছে বেটা পাজি চিল তো!
চিলে কান নিয়ে গেলে তেনাদের দোষ কি
কান ছাড়া বোঝা যায় জনতার রোষ কি?
আগে সেই কান খোঁজো, খোঁজো চটজলদি।
এইদিকে মিডিয়ার চলে শুভ হলদি;
মাতাল চেচিয়ে বলে- লুঙ্গিটা তোল দি!
বিপ্লবী ডাকে তার ছাতি ফাটা গরমে
জনতা লাফিয়ে ওঠে- কাম নাই শরমে,
কাছা মেরে নামো সব বিপ্লবী ভাইরা
চলো গিয়ে ধরে আনি শান্তির পায়রা।
সেই ডাকে ছুটি সব কান-চিল ছাইড়া!