আহা, কি স্নিগ্ধ পবিত্র দিন!
সূর্যালোকে প্লাবিত পৃথিবী কি অমলিন!
আমার সত্তাও হতে চায় এ রকম স্বচ্ছ নীল আকাশের বিশাল আঙিনা।
কাশফুল সাদা, বকসাদা মেঘ আমার উড়ন্ত স্বপ্ন আরো
দূর দিগন্তে রূপকথায় করে সঞ্চার।
সবুজের যৌবনে রোদের অনুরাগ কি শুভ্র জীবনস্পন্দন
জানালায় জানালো পূবের হাওয়া প্রশান্তির অভিনন্দন
শিশিরের ঘাসচাখে সূর্যের রক্তপ্রদীপ মনে করে দেয় এক নারীর চোখ।
দৃষ্টির সীমায় আমাদের এশিয়ার আকাশ কেমন মেঘদৈত্যহীন
আহা এই দিনগুলো বেঁচে থাক চিরদিন
এই দিনগুলো হোক চিরজীবী।
হায়, হাওয়ায় হাওয়ায় কড়ইয়ের পাতাগুলো কি রকম ঝরে যায়!
আমাদের সুখগুলো যে রকম ঝরে যায়
আমাদের স্বপ্নগুলো
আমাদের সাধগুলো!
আমাদের ফাঁপা আত্মাগুলো ঘরগুলো কি রকম শূন্যে শূন্যে ভরে যায়!
দ্যাখো, দ্যাখো সবুজেরা ক্রমাগত হয়ে যাচ্ছে বর্ণহীন
আকাশেরা নীলহীন!
আমাদের ফুসফুস যেভাবে অনবরত আয়ুহীন
আমাদের নদীগুলো গতিহীন
আমাদের স্বাধীনতা অর্থহীন!
এই দিনগুলো দূর হোক
এই দিনগুলো হোক ক্ষণজীবী।
১৫.১০.২০০২
মন্তব্য করুন