ইচ্ছে করে শুধু পুষ্প ছুঁই হাতে,
মধুতে যেন হাত না-ভেজে কোনোদিন;
কেবল পান করি সুবাস তৃষ্ণাতে,
শরাবে যেন গলা না-ভেজে কোনোদিন
ইচ্ছে করে শুধু তোমাকে ছুঁই মনে,
শরীর দিয়ে যেন না-ছুঁই একদিনও;
তোমাকে তুলে রাখি বুকের এক কোণে,
তেজস্ক্রিয় রোদে না-আনি একদিনও
৩.১০.২০১৫ সিরাজগঞ্জ