সত্য বলতে যদি নাই পারি
মিথ্যের পথে যেনো না ফেলি এ পা
হে আমার প্রভু তুমি ক্ষমা করো
রহমত থেকে দূরে ঠেলে দিও না।
তোমার দিদার দাও, তোমার পথে
অবিচল থাকি যেনো সে শক্তি দাও
তুমিই মালিক যদি নাজুক মনের
তোমারই জন্য শুধু আসক্তি দাও;
আমার এ প্রার্থনা ফেলে দিও না।
দূর্বল ভীরু এই কলবে আমার
জ্বেলে দাও তাকওয়ার আলো জ্বেলে দাও,
মিথ্যে আলেয়া যেনো জ্বেলে দিও না।
পরাজিত করো না আমাকে
লজ্জিত করো না আমাকে
সত্যের পথে রেখো প্রভু
মিথ্যের ঘন এ আঁধারে
একাকি ছেড়ে দিও না।