দরিয়ায় পাল তুলে দে, মাঝি তুই বৈঠা চালা
ঘুমানো কলবে আবার জ্বালা ফের প্রদীপ জ্বালা
দে দে দে পাল তুলে দে সজোরে বৈঠা চালা
ঘুমানো কলবে আবার নুরানী প্রদীপ জ্বালা।।
এখানে পান্থশালা মশগুল ভোগ বিলাসে
কেঁদেছে পথ ভুলে কে তাতে কার কি যায় আসে
কি সুখে মাতাল এ মন মজেছে কিসের আশে
তুফানের বার্তা হয়ে এসে কে দাঁড়ায় পাশে
সেদিকে নজর ফিরা, দে মাঝি পাল তুলে দে
ভেঙে দে ভোগের তালা; জ্বালা ফের প্রদীপ জ্বালা…
মায়াবী জোছনা মেখে ঘন এই অন্ধকারে
যদি তুই হাতড়ে ফিরিস কামনার সে রূপকাঠি
হয়তো মিলবে সবই দুদিনের পান্থশালায়
তবে ফের কালের চাকায় ফুরালে দুধের বাটি
সাধনার শেষ নিকেষে কি হবে তোর সাথী রে
কে হবে তোর প্রেয়সী…।।
ভুলে তুই যাসনে মাঝি দরিয়া শেষ কথা না
ওপাড়ে তাবৎ জীবন, ওপাড়ে শেষ ঠিকানা
কি সুখে মাতাল এ মন মজেছে কিসের আশে
তুফানের বার্তা হয়ে এসে কে দাঁড়ায় পাশে
সেদিকে নজর ফিরা, দে মাঝি পাল তুলে দে
ভেঙে দে ভোগের তালা; জ্বালা ফের প্রদীপ জ্বালা…