হৃদয়টাকে আলতো করে হাতের মুঠোয় রাখতে পারো
রাখতে পারো ভালোবাসার সোকেজ জুড়ে পুতুল করে
কিন্তু তাতে মিলবে কিনা ভালোবাসার লাল ঘোড়াটা
একটুখানি সময় পেলে ভাবতে পারো।
শুকনো পাতা ডাল ছেড়েছে এখন তাকে ভুলতে পারো
একটা করে রাতের মায়ায় স্বপ্নগুলো খুলতে পারো
মাটির কাছে ফিরতে যদি খুব বেশিক্ষণ সময় লাগে
বেলকোনিতে দাঁড়িয়ে থেকে পুরোনো গান তুলতে পারো
কিন্তু তাতে মিলবে কিনা ভালোবাসার সেদিনগুলো
একটুখানি সময় পেলে ভাবতে পারো।
তুমি আমার কথার মাঝে কাব্যসুধার ঘ্রাণ পেয়েছো
ব্যস্ততাতে বিষিয়ে ওঠা পান্তা ভাতেও প্রান পেয়েছো
কিন্তু এখন কেমন যেনো অবসরেও ডাক দিলে না
হয়তো আমার উপস্থিতি ম্লান হয়েছে ক্রমান্বয়ে
না হয় তোমার ছায়ায় ছিলো, শরীর ছিলো;
কেবল তুমিই আর ছিলে না।
আমার সাথে তোমার এমন অস্ত যাওয়ার দিনগুলোকে
ভুল করে কেউ রাখবে ধরে ভাবছি না আর,
কেউ ছিলো না সাক্ষ্যি শুধু দাঁড়িয়ে ছিলো কথার মিনার।