তুমি কি কেবল অবসরটুকু নিলে
কাজের ফাঁকেও সর্বদা তুমি ছিলে,
তুমি কি কেবল প্রেমেই বানাবে ঘর
তোমাকে চেয়েছে ব্যথাতুর অন্তর।
শত কষ্টের উপশম এনেছিলে
এক জীবনের পূর্ণতা এনেছিলে।
তুমি কি কেবল অবসরটুকু নিলে
কাজের ফাঁকেও সর্বদা তুমি ছিলে,
তুমি কি কেবল প্রেমেই বানাবে ঘর
তোমাকে চেয়েছে ব্যথাতুর অন্তর।
শত কষ্টের উপশম এনেছিলে
এক জীবনের পূর্ণতা এনেছিলে।