শকুনের মতো তুই চেয়ে থাক-
তোর ঐ দৃষ্টির মোহে
পুড়বে না আমাদের সাজানো বাগান।
তবু তোকে ভালোবাসি,
ভালোবাসা আমাদের রক্ত ও মজ্জায়;
আমাদের প্রেমিকের চোখ,
কেবলই প্রেমের কথা কয়।
আমাদের মড়ার শরীর
তোর ঠোঁটে লেগে থাকে থাক,
আমাদের সবুজ জীবন
কখনোই ছুঁতে পারবি না।
শকুনেরা ভালো থাক
ভালো থাক সুতিক্ষ্ন দৃষ্টি তোদের;
আমাদের ডাস্টবিনগুলো
রুটি ও রুজির কিছু মাহাত্ব পাক।