ভাবনাগুলোকে আহত ঘোড়ার মতো ছেড়ে দিলাম
যা, যতদূর গেলে আর যুদ্ধের বাতাস লাগবে না
যতদূর গেলে মিলে যাবে কাঙ্খিত জল।
বাতাস তার সাবলিল ভাষায় যতবারই বলুক
আর কোনো যুদ্ধ হবে না,
নদী তার ধাবমান জলের শরীরে
বয়ে নিয়ে যাক যত রক্ত ও লাশ;
যুদ্ধের শেষ নেই কোনো।
যুদ্ধ তো এমন এক সত্যের নাম
মানুষের ইতিহাস থেকে
কোনোদিন মুক্তি পাবে না!
এখন তো এমন হয়েছে,
যদি যুদ্ধকে বলো- আরো কিছুদিন যাও থেকে
আমাদের অতিথিশালায়
সেও কেমন অরুচি দেখায়!