হাত দিয়ে ঐ চোখ ঢেকো না
জোছনা এসে দাঁড়ায় যাবে,
হিসেব নিকেষ শেষ হবে না
অন্ধকারে হারায় যাবে।
অন্ধ হওয়ার ভান করো না
স্বপ্ন দেখার মিটবে খায়েস,
জীবন কি আর দুধের বাটি
কিংবা দুধেল মিষ্টি পায়েস?
অভিজ্ঞতার তিক্ততা তো
আমলকি ফল খানিক বাদে,
মিষ্টি অনেক স্মৃতির পাতা
আপনি যেচে জড়ায় ফাঁদে।
হতাশ হওয়ার কারখানাতে
সকাল সন্ধ্যা শ্রম দিও না,
সত্যটাকে সঙ্গি করো
দুচোখ ভরে ভ্রম নিও না।