ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ডালি নিয়ে
দলে দলে চলনা সবাই ঈদগাহেতে কাধ মিলিয়ে
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
আজ, ভালোবাসার মেঘে মেঘে
মনের আকাশ যাবে ছেয়ে,
ভায়ে ভায়ে সুর মিলিয়ে
উঠবে মধুর সে গান গেয়ে;
যেই গানেতে সুর দিয়েছে রাসূলে মুর্শিদ।।
হৃদয়ের সবকটি জানালা খুলে দাও
ধুলো জমে যাওয়া সব পর্দা তুলে দাও
ভুলে যাও বিভেদের-বেদনার সব রাত
ঈদ নিয়ে এলো ফের আনন্দ সওগাত।।
আজ, ছোট-বড়, গরিব-ধনি
কাঁধ মিলাবে এক কাতারে,
সুখ বিলাতে সবাই সবার
চলবে ছুটে দ্বারে দ্বারে;
আজকে সবার পূর্ণ হবে মনেরই উম্মিদ।।