কালকে যখন আহত সূর্য উঠবে সকাল বেলা
কিভাবে তোমার ঈদের নামাজ কবুল হবে বলো
গরিব দুখির অন্ধকারে যে এখনো জ্বালোনি আলো
এখনো তাদের ঘর ভরে আছে ঘনিভূত ব্যথা কালো।।
কালকে যখন আহত সূর্য উঠবে সকাল বেলা…
কালকে যখন ঈদের জামাতে সব ব্যবধান ভুলে
বুকে বুক ঠুকে তোমরা সবাই খবর জানতে চাবে,
হয়তো চোখের অগোচরে কিছু ঘটনা থাকবে এমন
তোমারই অধিন শ্রমিকের ঘাম নিরবে শুকিয়ে যাবে
কিভাবে তখন হাসি খুশি গানে জমবে ঈদের মেলা?
ঈদ মানে নয় ভোগের রাস্তা
নয় ব্যবধান কোনো,
রাসূলের সেই ঈদ পেতে চাই
আবার নতুন করে,
প্রেমময় সেই ঈদের বাতাস বয়ে যাক অন্তরে…
আসো হে আসো হে ঈদ
মুছে যাক সব দুঃখ কষ্ট ছুটে যাক কালো নিদ
কালকে যখন নতুন সূর্য উঠবে সকাল বেলা
হাসি খুশি গানে ভরে যাক সব হৃদয়ের মসজিদ।।