যেদিন আর এ আঁধার লাগবে না ভালো
নিভে যাবে দুচোখের সমস্ত আলো
নিভে যাবে জোনাকি, নিভে যাবে তারা
একাকি নিথর চাঁদ হবে দিশেহারা
সেদিন সে রাতে কে হবে সাথী আমার
তুমি থেকো পাশে হে প্রভু পরওয়ার।।
জীবনের লাল নীল শত ঘুড়ি আকাশে
একে একে কেটে যায়, লাট খায় বাতাসে
পাখির স্বপ্ন চোখে বাধন ছিড়েছে যে
সে কি আর কোনোদিন, কখনো ফিরে আসে।।
সে তো শুধু পথ পায় মাটিতে ফিরে যাওয়ার।
জীবন মানে তো নয়
খেয়ালে হারিয়ে ফেলা সময় এমন
অন্ধগলিতে যার সমাপ্তি ঘটে যায় নিরবে,
জীবন মানে তো নয়
দুদিনের মিছে মায়া
তারপর ভুলে যাওয়া- কি হবে।