নির্জন নদীর তীরে অপরাহ্নে ঘাসফুলে
সোনার ফসলে
চোখ রেখে, যে হৃদয় তোমাকে দেবার
কথা ছিল- সে আজ হাটের পণ্য।
হাটে হাটে নগরে বন্দরে
সে হৃদয় বিজ্ঞাপিত আজ।
শ্রমশক্তি আর তার ধৈর্যের পরীক্ষা চলে
হাতে হাতে;
হাত থেকে হাতে তার আসা যাওয়া
নির্বিকার। সে হৃদয় আজ
মদালস সভ্যতার দ্বারে দ্বারে বিশুদ্ধ গণিকা!
কি দেব তোমাকে বলো?
তুমি তার ছিলে দাবিদার
এককালে
যে কালে হৃদয় ছিল
নদীর স্রোতের মত
ইচ্ছামতী। পাখির ডানার মত
ছিল তার অসীম নীলিমা;
যে কালে হৃদয় ছিল
অবিকল হৃদয়ের মত
সে কাল এখন নেই।
এখন তোমার যদি মন চায়
নিতে পারো হৃতরক্ত হৃদয়ের ভস্ম কিছু;
আরো নিতে পারো
এই ঘৃণা আর এই আর্তি থেকে নবজাত শিশুর কাকলি।
এই নিয়ে অন্য কোনো দিনের প্রতীক্ষা
নিয়ে মনে
অন্য এক মধুমাসে নির্জন নদীর তীরে
অপরাহ্নে
প্রতিশ্রুতি আদায়ের আশা নিয়ে
এখন নতুন কোনো স্বপ্ন যদি গড়ে নিতে পারো
খুশী হই।
মন্তব্য করুন