কুসুম সুন্দর, জোছনা সুন্দর;
তুমি যে সুন্দর তার অধিক।
গোলাপ সুগন্ধী, বকুল সুগন্ধী;
তুমি যে সুগন্ধী তার অধিক।
থমকে যায় চোখ নদীর রূপ দেখে;
তোমাকে দেখে যায় থমকে মন।
কী আছে ধরাধামে তোমার চেয়ে বলো
এমন সুন্দর, খাঁটি এমন!
১০.১০.২০১৫ সিরাজগঞ্জ
কুসুম সুন্দর, জোছনা সুন্দর;
তুমি যে সুন্দর তার অধিক।
গোলাপ সুগন্ধী, বকুল সুগন্ধী;
তুমি যে সুগন্ধী তার অধিক।
থমকে যায় চোখ নদীর রূপ দেখে;
তোমাকে দেখে যায় থমকে মন।
কী আছে ধরাধামে তোমার চেয়ে বলো
এমন সুন্দর, খাঁটি এমন!
১০.১০.২০১৫ সিরাজগঞ্জ