অগোচরে মনে মনে
প্রেম করেছি তোমার সনে
দয়াল তোমার আসেক হওয়ার শর্ত বলে দাও,
আমায় তোমার আরশ তলে জায়গা করে দাও।।
সুখ খুঁজেছে মাটির দেহ
নামে ধামে প্রসংশায়,
সে তো ঠিক সুখ ছিলো না
সুখ নামেরই অসুখ হায়;
সে অসুখ দূর করে দাও, জায়গা করে দাও
দয়াল তোমার আসেক হওয়ার শর্ত বলে দাও।।
আগুনে হাত পেতেছি পাইনি তবু আলো
বিনিময়ে আগুন সেতো আমাকেই পোড়ালো
পোড় খেয়ে সে নালিশ নিয়ে গেলাম সাগর তীরে
যেয়ে দেখি আগ্নেগিরী জলেরই গভীরে।
অবশেষে দয়াল তোমার খোঁজ মিলেছে মনে
তুমি আমার সঙ্গে থেকো সকল প্রয়োজনে।
এখন আমি তোমার প্রেমে অন্ধ, তুমি চাও;
আমায় তোমার আরশ তলে জায়গা করে দাও।।