আকাশে কাজল মেঘ
ছল ছল বরষা চঞ্চল চোখে
নামবে অঝর ধারা
কে বা তাকে রোখে।।
গলিতে সন্ধ্যা এসে
থমকে কি যাবে হায়;
রিমঝিম সুরে রাত
নামবে নিরালায়।
ঝিমিয়ে পড়বে এই
মায়াবতি নগরী
কি দারুণ শোকে।।
অকারণে কেউ তাকে
বলো না মাতাল হাওয়া,
জানালায় জল মেখে
বারেবার আসা যাওয়া;
কান পেতে পারো যদি
শোনো সে কি বলে
কেনো সে ভিজেছে এই
বরষার জলে;
কি সুখের ঝোকে।।