আমার আকাশ মেঘাচ্ছন্ন নয় তো পরিপাটি
আমি বুকপকেটে একটা রঙিন স্বপ্ন নিয়ে হাটি
আমার চলন বলন বাঁকা
তবু একটা ছোটো স্বপ্ন নিয়ে রঙিন বেঁচে থাকা।
তুমি হয়তো আছো ভালো
আছে দুচোখ ভরা আলো
তবু অন্ধকারের অপূর্ণতা যায় কখনো ঢাকা!?
এক সমুদ্র অন্ধকারেই চাঁদের বেঁচে থাকা।
আমি তোমার কাছে হাত পেতেছি
লজ্জা করিনি তো,
তুমি আমার জোছনা হয়ে
হওনা পরিচিত।
আমি অন্ধকারেই রাখবো তোমায়
নিবীড় আলিঙ্গনে,
শুধু আমার স্বপ্নটাকে জায়গা দিও মনে;
ছোট্ট আমার জীবনগাড়ির ওটাই শুধু চাকা।।