কিছুটা তো চোখ লালচে বটেই
ঘুম না হলে তা কার দোষ;
মাটির চোখে কি ধুলো জমেছিলো
বল সেই ধুলো তুই নোস?
তোর বাঁকা হাসি ঈদ এনে দিলে
ঈদ কেনো ছিলো শোকাতুর;
বুকের ঈদগা এতো সহজেই
ভেঙে গেলো, এতো ভংগুর!!
কিছুটা তো চোখ লালচে বটেই,
তোর চোখ ঘুমে টলটল!
আমার আকাশ মেঘলা হলেও
তোরটা তো বেশ উজ্জ্বল!!