বুঝতে বুঝতে শেষ হয়ে যায় নাটক,
কার চোখে কে আটক।
কার কাজলের মায়ায় কে যে মরে,
কোন গুটি কোন ঘরে!
ভাবতে ভাবতে ভাবনা হারায় খেই,
সামনে এসে একটু দাঁড়ালেই;
সবটা থাকে
কিন্তু কিছুই নেই!
বুঝতে বুঝতে শেষ হয়ে যায় নাটক,
কার চোখে কে আটক।
কার কাজলের মায়ায় কে যে মরে,
কোন গুটি কোন ঘরে!
ভাবতে ভাবতে ভাবনা হারায় খেই,
সামনে এসে একটু দাঁড়ালেই;
সবটা থাকে
কিন্তু কিছুই নেই!