একটা দীর্ঘজীবনের লোভ আমাকে ক্রমেই অসুস্থ কোরে ফেলছে
আমাকে আসুস্থ কোরে ফেলছে একটা রঙিন চশমা-
আমি দেখছি একটা ডুপ্লেক্স বাড়ি, একটা গাড়ি, মনের মতো বউ আর…
আর একটা নতজানু পৃথিবী আমার চারপাশে!
আমি দেখছি সবার চোখে আমার প্রতি ভয়মিশ্রিত ভালোবাসা!!
কিন্তু আমি চাইনা কেউ আমার কাছে দাবী নিয়ে আসুক
সন্তান যেভাবে আসে বাবার কাছে!!!
একটা দীর্ঘজীবনের লোভ আমাকে ক্রমেই অসুস্থ কোরে ফেলছে
আমাকে আসুস্থ কোরে ফেলছে একটা রঙিন চশমা-
আমি নিজেকে মানুষ ভাবতে কষ্ট পাচ্ছি!!???